
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘লিডারশিপ, মিডিয়া লিটারেসি অ্যান্ড জেন্ডার রিপ্রেজেন্টেশন ইন মিডিয়া’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর পরিসংখ্যান বিভাগের গ্যালারি রুমে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব ও লাল সবুজ সোসাইটি রংপুর টিমের যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার নিমা। আলোচক হিসেবে অংশ নেন এখন টেলিভিশনের সৈয়দপুর ব্যুরো প্রধান আমিরুল বাপ্পী এবং বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “গণমাধ্যম বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গণমাধ্যমকর্মীরা যেমন অধ্যয়ন ও বিশ্লেষণ করেন তেমনি আমাদেরও যে কোনো বিষয়ে পড়াশোনা ও যাচাই-বাছাই করে মতামত গঠন করা উচিত।”
তিনি আরও বলেন, “নেতৃত্ব অর্জনের জন্য প্রথমে ভালো শ্রোতা হতে হবে। অন্যের মতামতকে শ্রদ্ধা করা, গণতান্ত্রিক মানসিকতা, বিনয়, সততা ও ন্যায্যতার সঙ্গে সমতা প্রতিষ্ঠা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আরও সেমিনার আয়োজনের জন্য ক্যাফেটেরিয়ার তৃতীয় তলাকে অস্থায়ী অডিটোরিয়াম হিসেবে প্রস্তুত করা হচ্ছে।”
বিশেষ অতিথির বক্তব্যে নিয়ামুন নাহার নিমা বলেন, “আমরা প্রত্যেকেই সহজাতভাবে নেতা তবে নেতৃত্বের গুণাবলি আমরা যথাযথভাবে লালন করি না। সুন্দর সমাজ বিনির্মাণে নেতৃত্ব, গণমাধ্যম সাক্ষরতা এবং নারীর ন্যায্য প্রতিনিধিত্ব অপরিহার্য।”
তিনি আরও বলেন, “আমরা সবাই গণমাধ্যমের অংশীদার। তাই আমাদের সচেতনভাবে গণমাধ্যমের উপাদানগুলো গ্রহণ করতে হবে এবং নারীদের প্রতিনিধিত্বে ন্যায্যতা ও ভারসাম্য নিশ্চিত করতে হবে।”
আয়োজকদের পক্ষ থেকে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, “নেতৃত্ব, গণমাধ্যম সাক্ষরতা, সমতা ও ন্যায্যতা সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই সেমিনারের মাধ্যমে এসব বিষয়ে মৌলিক ধারণা লাভ করবে বলে আমরা আশা করি।”
সেমিনার শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বক্তাদের সঙ্গে মুক্তভাবে মতবিনিময় করেন এবং সেমিনারে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।