১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুর পর প্রাণীর আত্মা কিয়ামতের দিনে হবে বিচার অপেক্ষায়

শেয়ার করুন
little cat sitting on the grass.

মানুষের মৃত্যু পরবর্তী জীবন কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণিত। প্রাণী ও পশু-পাখির ক্ষেত্রে মৃত্যুর পরের জীবন নিয়ে সরাসরি নির্দেশনা কম হলেও হাদিসে কিয়ামতের দিন তাদের অবস্থান সম্পর্কে তথ্য রয়েছে।

ইসলামী ব্যাখ্যা অনুযায়ী, প্রাণীরাও কিয়ামতের দিন একত্রিত হবে এবং শেষ বিচারের পর তারা মাটিতে মিশে যাবে। অর্থাৎ, প্রাণীও আল্লাহর সৃষ্টি, এবং তারা মৃত্যুর পর বিলুপ্ত হয় না; বরং ন্যায়বিচারের জন্য পুনরায় হাজির হবে।

মৃত্যুর পর প্রাণীরা বারযখে অবস্থান করবে। বারযখ হলো মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী একটি অদৃশ্য জগৎ, যেখানে আত্মা চূড়ান্ত হিসাবের আগ পর্যন্ত থাকে। কোরআন ও হাদিসে উল্লেখ আছে, সব প্রাণী—মাটিতে চলমান এবং আকাশে উড়ন্ত—কিয়ামতের দিনে একত্রিত হবে এবং ন্যায়বিচারের পর মাটিতে মিশে যাবে। ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, এমনকি মাছি পর্যন্ত কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং আল্লাহ তাদের ন্যায়বিচার করবেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, শিংবিশিষ্ট ছাগল যদি শিংহীন ছাগলের প্রতি অন্যায় করে থাকে, কিয়ামতের দিনে তার প্রতিশোধ নেওয়া হবে। বিচারের পর আল্লাহ প্রাণীদের বলবেন, “তোমরা মাটি হয়ে যাও।”

প্রাণীর মৃত্যুতে শোক প্রকাশ ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেনি। তবে অতিরিক্ত বিলাপ বা সময় নষ্ট করে শোক পালন করা উত্তম নয়। মুসলিমদের উচিত আত্মার শান্তি ও নিজের ঈমান ও আমল সংশোধনে মনোযোগ দেওয়া। কারণ জান্নাতে প্রাপ্ত সুখ ও শান্তি দুনিয়ার সব আকাঙ্ক্ষার চেয়ে বহু গুণ বেশি।

সিএনআই/২৫

শেয়ার করুন