
নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বোলারদের তুলোধুনো করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ফিবি লিচফিল্ড। মাত্র ৯৩ বলে ৩টি ছক্কা ও ১৭টি চারে ১১৯ রান করেন এই তারকা। এর মাধ্যমে দারুণ কিছু রেকর্ড গড়ে ফেলেন তিনি।
নাভি মুম্বাইয়ে করা এই সেঞ্চুরি তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়। বিশ্বকাপে এই প্রথম সেঞ্চুরি হাঁকালেন ২২ বছর ১৯৫ দিন বয়সী বাঁহাতি ব্যাটার। মেয়েদের বিশ্বকাপের নকআউট ম্যাচে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও সেঞ্চুরির রেকর্ড গড়লেন লিচফিল্ড। আর এই প্রতিযোগিতার ইতিহাসে শতক করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার তিনি।
এছাড়াও বিশ্বকাপের নকআউট ম্যাচে লিচফিল্ডের ১১৯ রানের ইনিংস অস্ট্রেলিয়ার জার্সিতে তৃতীয় সর্বোচ্চ। প্রথম দুই রেকর্ডই অ্যালিসা হিলির। ২০২২ আসরের সেমিফাইনালে ১২৯ ও ফাইনালে ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
এদিন ৪৫ বলে ফিফটি স্পর্শ করেন লিচফিল্ড। আর শতক হাঁকাতে খরচ করেন মোটে ৭৭ বল। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে লিচফিল্ডের লাগে কেবল ৩২ বল। তার সেঞ্চুরির ওপর ভর করেই প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়া ৩৩৮ রানের বিশাল সংগ্রহ গড়ে।