১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ঘুমন্ত সৎমাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

শেয়ার করুন
3D render of a crime scene tape against defocussed background

 

কুমিল্লার চান্দিনা উপজেলার সব্দলপুর গ্রামে ঘুমন্ত সৎমাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শাহিন মুন্সি নামের এক যুবক এই হত্যাকাণ্ড সংঘটিত করে, এরপর থেকে সে পলাতক রয়েছে। নিহতের নাম হালিমা বেগম (৪৫)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, হালিমা বেগমের স্বামী এমদাদ মুন্সীর তৃতীয় স্ত্রী ছিলেন তিনি। এমদাদের পরিবারে অতীতে পারিবারিক কলহের কারণে তার সৎ সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। শাহিন মুন্সি দীর্ঘদিন ধরে সৎমাকে অপছন্দ করতেন এবং প্রায়ই ঝগড়া ও হুমকি দিতেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের স্বামী এমদাদ মুন্সী বলেন, রাতে তিনি বাড়ির বাইরে যাওয়ার সময় হালিমা ঘুমাচ্ছিলেন। শাহিন পাশের ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। হালিমার চিৎকারে আশপাশের লোকজন এসে উপস্থিত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাবেদ উল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডকে পারিবারিক কলহের ফল বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন। শাহিন মুন্সি এখন আত্মগোপনে রয়েছেন। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

সিএনআই/২৫

শেয়ার করুন