১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরের মধ্যেই গণভোট চায় খেলাফত মজলিস

শেয়ার করুন

জুলাই সনদের আইনি ভিত্তি ও অবিলম্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই সনদ আইনি স্বীকৃতি পেতে হলে গণভোট অপরিহার্য, তাই আগামী নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে। পাশাপাশি, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।

নেতারা বলেন, জুলাই সনদ হাজারো মানুষের রক্তে লেখা ঐতিহাসিক দলিল, যার বাস্তবায়ন জাতির ভবিষ্যৎ নিরাপত্তার প্রতীক। তারা আরও দাবি করেন— নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, কালো টাকার ব্যবহার রোধ, পেশিশক্তির প্রভাবমুক্ত ভোট এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (PR System) চালু করতে হবে।

খেলাফত মজলিস আশা প্রকাশ করেছে, নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোট আয়োজন ও গণদাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে

সিএনআই/২৫

শেয়ার করুন