১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ভর্তি লটারি বাতিল করে পরীক্ষা চালুর দাবি

শেয়ার করুন

শিক্ষক ও অভিভাবকরা দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতির পরিবর্তে প্রতিযোগিতামূলক পরীক্ষা চালুর দাবি জানিয়েছে। এই দাবিতে তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের কাছে লিখিত আবেদন পেশ করেছেন।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এই আবেদন দিয়েছেন। আবেদনে সংগঠনের আহ্বায়ক এ কে এম আজাদ ও সদস্যসচিব মো. আব্দুল মূবীন স্বাক্ষর করেছেন।

লিখিত আবেদনে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে চালু করা লটারি পদ্ধতি শিক্ষাজীবনের জন্য ক্ষতিকর। ২০২৬ সালে এ পদ্ধতি এখনও বিদ্যমান থাকায় বিভিন্ন জেলার অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। তারা মনে করেন, লটারি পদ্ধতি শিক্ষার্থীদের ভবিষ্যতের শিক্ষাজীবনে অনিশ্চয়তা সৃষ্টি করছে।

আবেদনে আরও বলা হয়েছে, লটারি বাতিল করে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন করা জরুরি, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যতের শিক্ষা নিশ্চিত হয় এবং অভিভাবকদের উৎকণ্ঠা কমে। অন্যথায়, লটারির কারণে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

শিক্ষক সমিতি আরও উল্লেখ করেছে, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ২০২৬ সালের ভর্তি কমিটির কাছে লটারির পরিবর্তে পরীক্ষা চালু করার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।”

সিএনআই/২৫

শেয়ার করুন