১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শেয়ার করুন

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ ও শিক্ষার্থীদের মতামত জানার লক্ষ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় উপাচার্যের সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক ইলিয়াস প্রামাণিক, পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “সকল শিক্ষার্থীর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। ভোটার তালিকা হালনাগাদ, মনোনয়নপত্র সংগ্রহ ও যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের আশা করছি।”

প্রশাসনিক কোনো জটিলতা আছে কি না এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “প্রশাসনিক জটিলতা নেই। আগের প্রশাসনের সময়ে ছাত্রসংসদের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করে আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছিল। এরপর আমি সংসদের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নিয়েছি। গত বছরের ২৮ অক্টোবর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করি।”

তিনি আরও বলেন, “বেরোবি যেন অতীতের পুনরাবৃত্তিতে না ফিরে যায় সে বিষয়ে আমরা সচেতন। কারচুপি বা অনিয়মের কোনো সুযোগ থাকবে না। শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে। সবাইকে মনে রাখতে হবে এটি শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়। দেশের ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মতো বেরোবি ছাত্রসংসদের গেজেট অনুমোদন পেয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুমোদন করা হয়েছে।

রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

সিএনআই/২৫

শেয়ার করুন