
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা অবশেষে রাষ্ট্রপতির অনুমোদনে পাস হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
তিনি জানান, এখন নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার পর জকসু নির্বাচনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, নীতিমালা হাতে পাওয়ার পর নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এর আগে ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে জকসু নির্বাচনের সংশোধিত নীতিমালা চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে রোডম্যাপ প্রকাশ করেছে, যার অনুযায়ী আগামী ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এটাই হবে জবির প্রথম জকসু নির্বাচন।
সিএনআই/২৫