১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান: হোটেল থেকে জায়নামাজ চুরি

শেয়ার করুন

পাকিস্তানি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম সম্প্রতি এক সাক্ষাৎকারে হোটেল থেকে জায়নামাজ চুরির কথা স্বীকার করেছেন। তার এই খোলামেলা স্বীকারোক্তি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

অভিনেত্রী বলেন, “আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল।” তার সরল কথায় অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা মিকাল জুলফিকার এবং সঞ্চালক নিদা ইয়াসিরও বিস্মিত হন।

জুলফিকারের প্রশ্নে, ‘জায়নামাজ চুরি করতে লজ্জা লাগেনি?’ দুরেফিশান উত্তর দেন, “আমি ভেবেছিলাম, এটি নামাজের জন্য ব্যবহার করব, তাই আল্লাহ হয়তো এর কারণে আমাকে কোনো প্রভাব দেবেন না।”

পরবর্তীতে হাস্যরসের একটি সংলাপে জুলফিকার বলেন, “তাহলে মসজিদের বাইরে যারা জুতা চুরি করেন, তাদেরও ক্ষমা করা উচিত!” এ কথায় দর্শকরা খুশি হয়ে হেসে ওঠেন। ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা অভিনেত্রীর রসবোধের প্রশংসা করছেন।
সিএনআই/২৫

শেয়ার করুন