১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত

শেয়ার করুন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, বিয়ারিং প্যাড নিচে পড়ে ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা গেছেন বলে জানা গেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, দুর্ঘটনার পর পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কবে পুনরায় চালু হবে তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের সেপ্টেম্বরেও একই স্থানে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। বিশেষজ্ঞরা তখনই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এগুলো মেট্রোরেলের উড়াল পথের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব প্যাড নষ্ট বা খুলে গেলে উড়াল পথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। তাই সতর্কতার অংশ হিসেবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

সিএনআই/২৫

শেয়ার করুন