১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, আক্রান্তও কমেছে দেশে

শেয়ার করুন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সঙ্গে কমেছে নতুন আক্রান্তের সংখ্যাও। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন রোগী।

শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১১১ জন, দক্ষিণ সিটিতে ৪৭ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, চট্টগ্রামে ৮৭ জন, বরিশালে ৭৩ জন, খুলনায় ১৩ জন এবং ময়মনসিংহে ৩৩ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬৩৮ জনে। আর মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থেকে ২৫৯ জনেই আছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭৪ জন ডেঙ্গু রোগী। ফলে এ বছর এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৭৩৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

এর আগের দিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ৮০৩ জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।

সিএনআই/২৫

শেয়ার করুন