
নারী ওয়ানডে বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান দল। ৭ ম্যাচে ৪টিতে হেরে ও ৩টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক ফাতিমা সানা। তিনি অভিযোগ করেছেন, আইসিসি সময় ও মাঠ নির্বাচনে অবহেলা করেছে—বিশ্বকাপের মতো বড় আসরে বৃষ্টির কারণে এত ম্যাচ পরিত্যক্ত হওয়া গ্রহণযোগ্য নয়। ফাতিমা বলেন, “বিশ্বকাপের জন্য অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা উচিত ছিল।” দলের ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেন তিনি, তবে বোলিং ও ফিল্ডিংয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তরুণ অধিনায়ক হিসেবে এই বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার কথাও জানিয়েছেন তিনি।
সিএনআই/২৫