১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন

মোঃ আব্দুল হামিদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে,
শুক্রবার ২৪ অক্টোবর-২০২৫ বিকেলে মেহেরপুর পৌর শেখপাড়া ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়নের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন