১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করবে না: যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

অবরুদ্ধ পশ্চিম তীরকে ইসরায়েল নিজেদের ভূখণ্ডে যুক্ত করবে না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করবে না। তিনি বলেছেন, ‘যদি এটি রাজনৈতিক কৌশল হয়ে থাকে, তাহলে এটি ছিল অত্যন্ত নির্বুদ্ধিতাপূর্ণ একটি কৌশল এবং আমি ব্যক্তিগতভাবে এতে কিছুটা অপমানিত বোধ করছি।’

এর একদিন আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্যরা ওই অঞ্চল সংযুক্ত করার পথ সুগম করতে দু’টি বিল অনুমোদনের পক্ষে ভোট দেন। তার প্রেক্ষিতেই ভান্স এই মন্তব্য করেন।

ইসরায়েল সফর শেষে তিনি আরও বলেছেন, ‘পশ্চিম তীর ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা হবে না। ট্রাম্প প্রশাসনের নীতি হলো, ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না এবং আমাদের এই নীতিই অব্যাহত থাকবে।

শেয়ার করুন