১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, বাদ সাইফউদ্দিন

শেয়ার করুন

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আরও একটি টি-টোয়েন্টি সিরিজের দেঢ়গোড়ায় বাংলাদেশ। আগামী ২৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে ৩ ম্যাচের ২০ ওভারের সিরিজ। ওই সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তানের বিপক্ষে খেলা সিরিজের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে, এশিয়া কাপ চলাকালে চোট পেয়ে আফগানিস্তান সিরিজেও খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। উইন্ডিজ সিরিজে ফিরেছেন তিনি।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাঁজরে চোট পেয়ে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি লিটন। পরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে সিরিজেও ছিলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরছেন তিনি।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

টি–টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

শেয়ার করুন