
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট চালু করার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন কনস্যুলেটের মাধ্যমে সেবাগুলো অনলাইনে সরাসরি প্রদানের সক্ষমতা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস ওয়াশিংটনে অবস্থিত। এছাড়া হিউস্টন, লস এঞ্জেলেস, মায়ামি, নিউ অরলিন্স ও নিউইয়র্কে কনস্যুলেট অফিস এবং নিউইয়র্কে জাতিসংঘে স্থায়ী মিশন আছে। নতুন কনস্যুলেট চালুর মাধ্যমে ডেট্রয়েট অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের সেবা আরও সহজ হবে।
সিএনআই/২৫