
বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর থেকে এবং চলবে ৯ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধাপে ১,২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রার্থীরা বিস্তারিত সময়সূচি দেখতে পারবেন পিএসসির ওয়েবসাইটে 👉 www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইটে 👉 bpsc.teletalk.com.bd।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যৌক্তিক কারণবশত কমিশন প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
সিএনআই/২৫