১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানদের লজ্জা দিয়ে ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট জয় জিম্বাবুয়ের

শেয়ার করুন

২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২৪ রানে জিতেছিল জিম্বাবুয়ে। এর পর এক যুগ কেটে গেলেও ঘরের মাঠে জয়ের মুখ দেখেনি রোডেশিয়ানরা। অবশেষে কাটল সেই খরা। হারারেতে আফগানিস্তানকে একমাত্র টেস্টে ইনিংস ও ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে।

টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়ে প্রথম ইনিংসে আফগানিস্তানকে মাত্র ১২৭ রানে গুটিয়ে দেয় জিম্বাবুয়ে। ৫ উইকেট নেন ব্রাড ইভানস। জবাবে বেন কারেনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৯ রানের বড় সংগ্রহ তোলে স্বাগতিকরা। ২৩২ রানের লিড নেওয়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে আফগানদের গুটিয়ে দেয় মাত্র ১৫৯ রানে। তাতে পায় ইনিংস ও ৭৩ রানের বিশাল জয়।

জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে এটি তৃতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জয়। সবশেষ নজির ছিল ২৪ বছর আগে, বাংলাদেশের বিপক্ষে। ২০০১ সালে, বুলাওয়েতে। তার আগে ১৯৯৫ সালে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল তারা।

প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে হাফ সেঞ্চুরিও করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৭ রান করেছেন রাহমানুল্লাহ গুরবাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন আবদুল মালিক। ইভানসের ৫ উইকেট ছাড়া ৩ উইকেট নিয়ে অবদান রাখেন ব্লেসিং মুজারাবানি।

অন্যদিকে, জিম্বাবুয়ের ইনিংসে টম কারেন ও স্যাম কারেনের ভাই বেন কারেনের ১২১ ছাড়া ৬৫ রান করেছেন সিকান্দার রাজা। হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে আউট হয়েছেন নিক ওয়েলচ। অভিষেকে ৭ উইকেট নিয়েছেন জিয়াউর রহমান।

রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি আফগানিস্তান। এবারও কেউ করতে পারেননি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৪২ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। আগের ইনিংসে উইকেটশূন্য থাকা রিচার্ড নাগারাভা এবার নেন ৫ উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ও উইকেট মুজারাবানির।

শেয়ার করুন