
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভেজাল লাল চিনি তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ড খালপাড় সংলগ্ন একটি আধাপাকা বাড়িতে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ভেজাল লাল চিনি ১৭৫০ কেজি, ১ ড্রাম লালী, ১টি কড়াই জব্দ ও এক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আ. ছালাম (৫৫)। তিনি উপজেলার পলাশতলী বয়ারমারা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। খাদ্যে ভেজাল মিশ্রিত করার দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম
জানা যায়, খালপাড় এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি চক্র বাসা ভাড়া নিয়ে সামনে পাটের ব্যবসা দেখিয়ে আড়ালে ভেজাল লাল চিনি তৈরি করছিল। বিষয়টি তারা টের পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ভ্রাম্যমোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ভেজাল লাল চিনি ১৭৫০ কেজি, ১ ড্রাম লালী, ১টি কড়াই জব্দ করে। অপর এক অটোরিক্সায় থাকা ভেজাল লাল চিনি ব্যবসায়ী ছালামকে খাদ্যে ভেজাল মিশ্রিত করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘যারা জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত পণ্যে ভেজাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’