১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী বিভাগ দাবীতে সড়ক পথ অবরুদ্ধ করে মানববন্ধন

শেয়ার করুন

ইয়াছিন মির্জাঃ নোয়াখালী বিভাগের দাবীতে মঙ্গলবার ২১ অক্টোবর সোনাইমুড়ী বাইপাস গোলচত্তরে সড়ক পথ অবরুদ্ধ করে মানববন্ধন কর্মসুচি ও সমাবেশে আয়োজন করেন,স্কুল কলেজ ও বিভিন্ন সংগঠন,মানববন্ধন ব্যানার নিয়ে উপস্তিতি ছিলেন,ডাঃ মোস্তফা হজেরা ফাউন্ডেশন,গ্রেটার নোয়াখালী ডেভেলপমেনট এসোসিয়েশন,সোনাইমুড়ী হামীদিয়ে কামিল মাদ্রাসা, সোনাইমুড়ী সরকারি মডেল হাই স্কুল,সরকারি বালিকা উঁচ্চ বিদ্যালয়,সরকারি কলেজ,লাইফশাইন স্কুল,কামরুজজামান স্কুল এন্ড কলেজ,ওয়ালী ওল্লাহ স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল,কবী নজরুল স্কুল এন্ড কলেজ,উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তি বর্গ,সাংবাদিক,শিক্ষক,ছাত্র/ছাত্রীরা,তারা বর্তমানে বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন নোয়াখলী বিভাগ অতি শিগ্রই দাবী না মেনে নিলে কঠোর কর্মসূচি দিয়ে দাবী আদায় করে নেওয়া হবে।

শেয়ার করুন