
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন।
ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিক রাঘব চাড্ডা সুখবরটি নিশ্চিত করেছেন। সেখানে তারা লিখেছেন, “অবশেষে তিনি এখানে এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আগের জীবনকে মনে করতে পারি না। আমাদের হৃদয় পরিপূর্ণ। আগে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু আছে।”
প্রসবের সময় রাঘব চাড্ডা সারা রাত তার স্ত্রীর পাশে ছিলেন। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনে অভিনন্দনের স্রোত বইছে। সামাজিক মাধ্যমে অনুরাগীরা অভিনন্দন জানাচ্ছেন।
কয়েক সপ্তাহ ধরে দর্শকরা অধীর আগ্রহে এই সুখবরের অপেক্ষায় ছিলেন। সম্প্রতি পরিণীতিকে দিল্লির হাসপাতাল ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শনিবার রাতে তিনি সন্তান জন্ম দিয়েছেন।
আগস্টে ইনস্টাগ্রামে কেকের একটি ছবি পোস্ট করেছিলেন দম্পতি, কেকের ওপর লেখা ছিল- ‘১ + ১ = ৩’। পোস্টে পরিণীতি লিখেছিলেন, “আমাদের ছোট্ট পৃথিবী আসছে… কৃতজ্ঞতা জানাতে ভাষা খুঁজে পাচ্ছি না।”
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে বিয়ে করেছিলেন। বিয়ের পর পরিণীতি অভিনয় থেকে দূরে থেকে সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোনিবেশ করেছিলেন।
সিএনআই/২৫