
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় কেউই এড়াতে পারবে না।
সোমবার (২০ অক্টোবর) সোনারগাঁও হোটেলে ইএবির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এই ঘটনায় দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। সিএএবি কার্গো ভিলেজের মালিক, কাস্টমস আমদানিকৃত পণ্যের তত্ত্বাবধায়ক এবং বিমান বাংলাদেশ হ্যান্ডলিং এজেন্ট হিসেবে দায়িত্বে রয়েছে।
মোহাম্মদ হাতেম বলেন, কার্গো ভিলেজের নিরাপত্তা যথেষ্ট কার্যকর নয়, যা ঝুঁকিপূর্ণ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিমা দাবি দ্রুত নিষ্পত্তি, বিমা না থাকলে সরকারি তহবিল থেকে ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন। এছাড়া ভবিষ্যতের জন্য কার্গো ভিলেজ আধুনিকায়ন, গুদাম ব্যবস্থাপনা অটোমেটেড করা, ওষুধশিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদাম এবং রাসায়নিক গুদাম নিরাপদ দূরত্বে স্থাপনের আহ্বান জানান।
এর আগে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় কার্গো ভিলেজে হঠাৎ ধোঁয়া দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন, বিমানবাহিনী, বেবিচক ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সিএনআই/২৫