
মোঃ ইব্রাহীম মাহমুদ ,কবি নজরুল কলেজ প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের ও বিচারের দাবিতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ) রাত ১০ টায় ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে রায় সাহেবের বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক রোমান আহমেদ , কামরুল ইসলাম কানন সহ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের স্বাচ্ছন্দে ও নিরাপদে এই বাংলাদেশে ঘুরে বেড়ানোর কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ , ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা সাম্য আর আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে যেখানে জাতীয়তাবাদী ছাত্রদলকে নিরাপদ থাকার কথা, সেখানে সবচেয়ে বেশি রক্ত তাদেরকেই দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই আজ রাতের মধ্যে যদি এই খুনিদের গ্রেপ্তার না করা হয়, তবে আগামীকাল থেকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে যে পরিবেশ সৃষ্টি হবে তার দায় সরকার ও প্রশাসনকেই বহন করতে হবে।