
ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার। বুধবার রাতে এক সংবাদমাধ্যমের লাইভ টকশোতে তিনি বলেন, বিবাহের পর থেকেই আবু ত্বহা তাকে নিয়মিত নির্যাতন করে আসছেন।
সাবিকুন নাহার দাবি করেন, ত্বহা নিজেই তাকে বলেছেন তিনি মানসিকভাবে অসুস্থ। “কোনো কারণ ছাড়াই তিনি আমাকে মারধর করেছেন, অসুস্থ হলেও খোঁজ নেননি,” বলেন সাবিকুন। তাঁর অভিযোগ, আবু ত্বহা প্রায়ই বাসায় ভাঙচুর করতেন এবং এসব ঘটনা অস্বীকার করতেন।
তিনি বলেন, “আমি না খেয়ে ওকে খাওয়াতাম, কিন্তু তাঁর মধ্যে কোনো কৃতজ্ঞতা নেই। গুমের সময় তাঁকে উদ্ধারে আমি পরিশ্রম করেছি, তবুও কৃতজ্ঞতা দেখাননি।”
ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবিকুন লেখেন, আবু ত্বহা একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক রেখেছেন। তিনি অভিযোগ করেন, বেবি দেখাশোনার জন্য রাখা এক মেয়ের সঙ্গে ত্বহা নিয়মিত যোগাযোগ রাখতেন, এমনকি তাঁকে বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন। আরও কয়েকজন নারীর সঙ্গেও ত্বহার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি করেন তিনি।
সাবিকুন নাহার বলেন, “রাস্তায় কোনো নারী দেখলেই তিনি সুবহানাল্লাহ, মাশাল্লাহ বলেন, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন।” তাঁর অভিযোগ, ত্বহা মেয়েদের মাদ্রাসা করে দেওয়ার নামে ঘনিষ্ঠতা গড়ে তোলেন।
এই বিষয়ে সাবিকুন বলেন, “আমি অনলাইনে এসব প্রকাশ করেছি কারণ দুই বছর ধরে কোনো সমাধান পাইনি। এবার হয়তো সত্য প্রকাশ পাবে।”
শেষে তিনি বলেন, “আমি তার জীবনে ফিরে যেতে চাই না। আমার সব শেষ হয়ে গেছে। আমার শুধু পরকাল বাকি।”
সিএনআই/২৫