
ইয়াছিন আরাফাত (নোয়াখালী প্রতিনিধি) : নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হলে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচি আওতায় সড়ক, রেল, রেমিট্যান্স, শিল্প কারখানা ও সরকারি অফিস থাকবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, নোয়াখালী ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। বর্তমানে অর্থনীতি, ভৌগোলিকসহ সার্বিক দিক বিবেচনা করে নোয়াখালী বিভাগ ঘোষণা একটি যৌক্তিক দাবি। এ দাবি বৃহত্তর নোয়াখালীর দেঢ় কোটি মানুষের। যৌক্তিক বিবেচনায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে।
সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা ইসলামি আন্দোলনের সেক্রেটারি কামরুল ইসলাম জিটু, ক্লাবের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক কোষাধ্যক্ষ আবদুল মতিনসহ।