১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রূপনগরে ভয়াবহ আগুনে ৪ ঘণ্টা ধরে পুড়ছে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউন

শেয়ার করুন

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এই ঘটনায় কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান,‌ আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। পরে একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আগুন দুই স্থাপনার আশপাশেও ছড়িয়ে পড়েছে। এতে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এদিকে এই ঘটনায় তিনজন আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তারা হলেন মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল সরদার (৩৭)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভর্তি হওয়া এসব ব্যক্তির মধ্যে মো. সুরুজের শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। অন্যরা সামান্য আহত হয়েছেন।

শেয়ার করুন