১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ অক্টোবরের পর বাতিল হবে অতিরিক্ত সিম: বিটিআরসি

শেয়ার করুন
Realistic sim cards icon set with different types mini micro and nano sim vector illustration SSUCv3H4sIAAAAAAACA01RTUsDMRD9K2HOq1W87U2kiAWhVPFSPMwm0+3YbFIy2a2l7H93sm2ll/Dmzcd7vJygQWEL9QnY+15ywswxQP1YATnOMTF6qB/GCiRj7oVEZ7WymKnV7lRfj6xPhYcaPsluQ/SxPYIu9o1S7yyWvMdAsRcYq+vo242szF487++eU/5f+yKrJmD8rgBbCvZY5FU/kSec3Ky1tTtkSt3F2sCO4hli77hAGKJFr/2nYl31YlfYNuF+yzbxQKnUjsQqgBWhZ8lsjXBnLCYnhm0MRiibA+etcbzZUKKQTT7uSUzHgfWxKRoMzgQMcdodJvvmNtt7M9dgsfFk5suPaXxFwZFOBbNYvppNTB2WBPJvCQiqS1LnWzKLzY8iUT7u9KPGcfwDXqIYesYBAAA=

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় বলা হয়, গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রাখার সুযোগ পাবেন। বাকি অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বাতিল করতে হবে।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এবং এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা যদি অতিরিক্ত সিম নিজে থেকে বাতিল না করেন, তাহলে কমিশন দৈবচয়ন পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম বাতিল করবে।

কমিশনের এই উদ্যোগের লক্ষ্য হলো সিম ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করা, অনিয়ম রোধ করা এবং নিরাপত্তা জোরদার করা।

শেয়ার করুন