১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

জিম্মি মুক্তির মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

শেয়ার করুন
জিম্মি মুক্তির মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প
জিম্মি মুক্তির মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলাকালেই ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে তার সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার স্ত্রী সারা নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার, এবং তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প

বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইসরায়েলগামী বিমানে থাকাকালীনই টেলিভিশনে গাজা থেকে জিম্মিদের মুক্তির দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ক্যারোলাইন লেভিট

গাজার সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলি জিম্মিদের প্রথম ধাপে সাতজনকে মুক্তি দেওয়া হয়, যারা ইতোমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। এ সময় ট্রাম্পের আগমন দেশটির রাজনৈতিক ও মানবিক পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে বলে বিশ্লেষকদের মন্তব্য।

সূত্র জানায়, ইসরায়েল সফরে ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্ট নেসেট-এ ভাষণ দেবেন এবং জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এই সফরকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন