১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবির জিইবিটি বিভাগের নতুন চেয়ারম্যান ড. এ. এম. স্বরাজ

শেয়ার করুন

যবিপ্রবি প্রতিনিধি :  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি (জিইবিটি) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এম. স্বরাজ।

শনিবার (১১ ই অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখ থেকে ড. এ. এম. স্বরাজকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ড. এ. এম. স্বরাজ দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন