১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

শেয়ার করুন

 ১২ অক্টোবর ২০২৫, ঢাকা 

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে সাতটি রাজনৈতিক দল।

রোববার সকালে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে স্মারকলিপি জমা দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি দলের পক্ষে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি এবং আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি দলও পৃথকভাবে জেলা প্রশাসকের কাছে একই ধরনের স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপি জমা দেওয়ার পর নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক অবস্থান দেশবাসী জানে। তিনি যদি নিরপেক্ষ নির্বাচন দিতে না পারেন, তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই শ্রেয়।”

তিনি আরও বলেন, “আমরা জানি না, এই অন্তর্বর্তী সরকার কার প্রভাবে কিংবা কার ইঙ্গিতে নিজের পায়ে কুঠার মারছে। সংবিধান সংস্কার এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১️. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্বাহী আদেশ জারি ও সেই আদেশের ওপর গণভোট আয়োজন করা,
২️. আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,
৩️.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা,
৪️. পূর্ববর্তী সরকারের সময়ে সংঘটিত নির্যাতন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দৃশ্যমান করা,
৫️. স্বৈরাচারী শক্তির সহযোগী দলগুলো—বিশেষ করে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

শেয়ার করুন