
কোনো শক্তিকে জামায়াত ভয় করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো দেশের একক আধিপত্য থাকবে না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট আর অনিয়ম রোধ করে শৃঙ্খলা আনা হবে, কেউ কোনো চাঁদাবাজির সুযোগ পাবে না।’
তিনি বলেন, ‘আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই নির্বাচনে যেই পাস করুক, আমরা তাকে অভিনন্দন জানাব। কিন্তু আমরা তিন বার ভোট দিতে পারি নাই, এবার চতুর্থ বার কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’