১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

হিমাচলে ভূমিধসের কবলে বাস, নিহত ১৮

শেয়ার করুন

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে একটি বাস চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।আজ মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, হঠাৎ পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথর ও কাদামাটির স্রোত একটি বেসরকারি যাত্রীবাহী বাসের উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাসটি ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যায়। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতভর চলছে উদ্ধার অভিযান। ইতিমধ্যেই বেশ কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিলাসপুরের অতিরিক্ত জেলা শাসক ওম কান্ত জানিয়েছেন, ‘ভূমিধসে বাসটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌছেছে প্রশাসন, পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। যুদ্ধকালীন তৎপরতায় চলছে খনন ও উদ্ধার কাজ।’

শেয়ার করুন