১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরের ফুলবাড়ীতে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ১৫০ টাকা

শেয়ার করুন

দু’দিনের ব্যবধানে দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১৫০ টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। জানা যায়, দুর্গাপূজায় আমদানি বন্ধ থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে ফুলবাড়ীর হাটবাজারে কাঁচা মরিচের দাম বেড়ে ৩শ’ টাকা কেজিতে বিক্রি হয়। গত শনিবার পর্যন্ত এ দাম বজায় থাকলেও গত রোববার সকাল থেকে কেজিতে ১শ’ টাকা কমে বিক্রি হয়েছে ২শ’ টাকা কেজি দরে। তবে আজ সোমবার (৬ অক্টোবর) সেই মরিচ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজিতে।

আজ সোমবার (৬ অক্টোবর) সকালে পৌর বাজারে বাজার করতে আসা একরামুল হক বলেন, প্রতিটি পণ্যের দাম বাড়তির দিকে। তাই প্রয়োজন মাফিক পণ্য কেনা সম্ভব হচ্ছে না। তবে কাচা মরিচের দাম কমে আসায় কিছুটা সস্তি ফিরেছে।

বাজারের খুচরা সবজি বিক্রেতা শাহাজামাল বলেন, ছুটি শেষে হিলি বন্দর দিয়ে আবারও মরিচ আমদানি শুরু হওয়ায় এখন কাঁচা মরিচ ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দু’দিনের ব্যবধানে ১৫০ টাকা দাম কমেছে। পাইকারি বাজারের আড়ৎদার অজয় দত্ত ও হামিদুল ইসলাম বলেন, ভারতীয় মরিচের আমদানি বেড়ে যাওয়ায় হাটবাজারে দাম কমে এসেছে। আগামীতে আরও দাম কমে আসবে।

শেয়ার করুন