১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাবাকে হত্যার দায় স্বীকার করলো খুলনার কিশোর দম্পতি

শেয়ার করুন

শেখ শাহরিয়ার: খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় লিটন খানকে হত্যার ঘটনায় তার কিশোর ছেলে ও কিশোরী স্ত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগর হাকিম রাকিবুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ২ অক্টোবর রাতে বসুপাড়ার ভাড়া বাড়ি থেকে লিটন খানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার ছোট ছেলে ও পুত্রবধূ পলাতক ছিলেন। শনিবার রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

খুলনা সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন জানান, রোববার অভিযুক্ত দু’জন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন