
সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিএম আল-মামুন নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার কেড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি ছিলেন জিএম আল-মামুন। তিনি একই ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, আল-মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। আজ দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন। এ সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।