১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুর

শেয়ার করুন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাল দলের নেতাকর্মীরা।

বিমানবন্দরে ফুলের মালা পরিয়ে নুরকে স্বাগত জানান গণধিকার সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্যরা।

উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুর। এ সময় গণঅধিকার পরিষদের নেতার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন নুরসহ অনেকে। দেশে চিকিৎসার নেওয়ার পর তাকে বিদেশ পাঠানো হয়েছিল।

শেয়ার করুন