
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করছে বাংলাদেশ। বুধবার কলম্বোর এ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আশা করছেন, বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে হবে। ম্যাচ শুরু হবে বিকেল ৩টা ৩০ মিনিটে।
নিগার মনে করেন, পাকিস্তানকে হারানো কঠিন হবে না। তিনি বলেন, ‘সর্বশেষ ম্যাচের পর অনেক কিছুই বদলেছে। এখন নতুন দিন, নতুন সুযোগ। আমরা চাই পাকিস্তানের বিপক্ষে একটি শক্তিশালী শুরু হোক। এটি যদি ভালো হয়, পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস থাকবে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমরা বহু ম্যাচ খেলেছি—কোয়ালিফায়ারেও, দ্বিপাক্ষিক সিরিজেও। আমাদের এবং তাদের উভয়েরই একে অপরের সম্পর্কে ভালো ধারণা আছে। তাই এটা হবে দারুণ প্রতিযোগিতা। আমরা মানসিকভাবে অনেক কাজ করেছি। গত ১২ মাসে আমরা বিশ্বাস গড়ে তুলেছি যে আমরা ম্যাচ জিততে পারি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা উন্নতি করতে চাইছি। কোয়ালিফায়ারের সময় যে কষ্ট করেছি, তা আর পুনরাবৃত্তি চাই না। জিততে হলে রান তুলতেই হবে।’
জ্যোতি রানে গতি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। তিনি বলেন, ‘স্ট্রাইক রেটের ওপর কাজ করছি। আমাদের এমন ব্যাটার রয়েছে যারা রানের গতিকে ধরে রাখতে পারে এবং বাউন্ডারি মারতেও সক্ষম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের ব্যাটিং ইউনিট দারুণ খেলেছে। সিদরা আমিন ও মুনিবা আলী ফর্মে আছে, কোয়ালিফায়ারেও তারা ভালো খেলেছিল। আমাদের পরিকল্পনা সরল রাখতে চাই, ভুল কম করতে চাই এবং একটি ভালো ম্যাচ খেলতে চাই।’
নিগার বর্তমান দলকে নিয়েও আশাবাদী। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে উঠে আসা খেলোয়াড়রা নিজেকে প্রমাণ করেছে। ডোমেস্টিকেও তারা ভালো খেলেছে। আমরা তাদের বিভিন্ন অবস্থানে পরীক্ষা করেছি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে সুমাইয়া মিডল অর্ডারে ব্যাট করেছিল এবং তার পারফরম্যান্স পুরো দলের জন্য অনুপ্রেরণামূলক ছিল। নিশিতা ও স্বর্ণা সম্ভাবনাময় খেলোয়াড়। নিশিতা মাত্র ১৭ বছর বয়সে যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে, তা প্রশংসার যোগ্য।’