১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এবার মাদাগাসকারে জেন জি আন্দোলন

শেয়ার করুন

নেপালের মতো এবার মাদাগাসকারে জেন জি আন্দোলন শুরু হয়েছে।পূর্ব আফ্রিকার এই দেশে বিক্ষোভে এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রবল দারিদ্র্য, কাজের অভাব, বিদ্যুৎ বিপর্যয় এই সব কিছুর বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশের যুব সমাজ। নিজেদের আন্দোলনের নাম তারা দিয়েছে জেন জি আন্দোলন। যার জেরে সোমবার দেশের প্রেসিডেন্ট সরকার ভেঙে দিয়েছেন।

মাদাগাসকারেরর প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনা সোমবার দেশের সরকার ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীসহ সমস্ত সরকারি পদাধিকারীদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রীসহ বাকি মন্ত্রীরা আপাতত কেয়ারটেকার সরকার চালানোর জন্য থাকবেন। নতুন সরকার তৈরি হলে তারা সকলে পদত্যাগ করবেন।

তিনদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সময়সীমা ধার্য করেছেন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, যুব সমাজের সমস্যার বিষয়টি তিনি বোঝেন। সরকার একাজ এতদিন ধরে করেনি, সে কারণে তিনি ক্ষমাপ্রার্থী। নতুন সরকার এই বিষয়গুলি নিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এর আগে নেপালে জেন জি আন্দোলনে সরকারের পতন হয়েছে। সেখানেও নতুন মধ্যবর্তী সরকার গঠিত হয়েছে।

শেয়ার করুন