১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তান সিরিজে সৌম্যকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

শেয়ার করুন

এশিয়া কাপ চলাকালেই পাঁজরে চোট পান অধিনায়ক লিটন দাস। সে কারণে খেলতে পারেননি সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। পরে ছিটকে যান আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। লিটন না থাকায় টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। তাকেসহ আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আগামী ২ অক্টোবর থেকে আফগানদের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। সিরিজে ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজটি হবে শারজায় আর ওয়ানডে আবু ধাবিতে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর।

চোট কাটিয়ে লিটনের দলে ফিরতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। তাই আফগান সিরিজেও অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। জানা গেছে, টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও লিটনের থাকার সম্ভাবনা কম। দ্রুতই দেশে ফিরে আসতে পারেন তিনি। আর সৌম্যকে দলে নেওয়ার কারণ, এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ ফর্ম। আগামী মঙ্গলবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার কথা সৌম্যর।

লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন জাকের আলি। এশিয়া কাপেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল-

জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. ই দেশে ফিরে আসতে পারেন তিনি।

শেয়ার করুন