১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব সভাপতি সাকিব, সম্পাদক সাগর

শেয়ার করুন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং বিদায়ী নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব আলম। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. সাদেকুল আজম ভুইয়া সাগর।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ রাসেল ও নাজমুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন উম্মে খাইরুন নাহার মিম, মিজানুর রহমান ইমন, মো. কারিম হোসেন ও মুবিন হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফারজানা ফেরদৌস স্বর্ণা, অর্থ সম্পাদক নাঈমুর রহমান, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ শিমন এবং দপ্তর সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন সাগর। নতুন কমিটিতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির সভাপতি সাকিব আলম বলেন, দায়িত্ব পাওয়াটা তাঁর জন্য গর্বের। তিনি সবার সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন। অপরদিকে সাধারণ সম্পাদক সাদেকুল আজম ভুইয়া সাগর জানান, বিশ্ববিদ্যালয়ের এই সংগঠন তাঁর কাছে পরিবারের মতো। তিনি একে কেন্দ্র করে সহপাঠীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা হিসেবে রয়েছেন ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষক, সিনিয়র ও সাবেক শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় সহায়তা, নতুনদের পাশে থাকা এবং ক্যাম্পাসে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই সংগঠনটির প্রধান লক্ষ্য।

শেয়ার করুন