১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

গকসু নির্বাচন: সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

শেয়ার করুন

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৩টায় শেষ হয়।

নির্ধারিত সময়ের পর কোনো ভোটারকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে যাঁরা তখনও লাইনে ছিলেন, তাঁরা ভোট দিতে পেরেছেন।

ভোটগ্রহণকে ঘিরে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন ছিলেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছিল সিসি ক্যামেরা, যা সরাসরি বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে জায়ান্ট এলইডি স্ক্রিনে সম্প্রচার হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করেছে।

নির্বাচনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ভোট দিয়েছেন। দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দাবি, এবারের গকসু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার ফলে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

সারাদিন ট্রান্সপোর্ট চত্বরে জায়ান্ট এলইডি স্ক্রিনে ভোটগ্রহণ দেখানো হয়েছে। এখন সেখানে ভোটগণনা চলছে, যা সরাসরি দেখছেন প্রার্থী-সমর্থক ও ভোটাররা। বর্তমানে ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীসহ সবাই।

শেয়ার করুন