১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে চলছে গকসু নির্বাচনের ভোট গ্রহণ

শেয়ার করুন

সানজিদা খানম ঊর্মি, গবি প্রতিনিধি: দীর্ঘ সাত বছর পর আবারও গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৩২ একর ক্যাম্পাসজুড়ে বিস্তৃত ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ, যাচাই–বাছাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ডোপ টেস্টের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।

ভোট দিতে এসে মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহানা আক্তার নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এটা আমার জীবনের প্রথম ভোট। সুশৃঙ্খল পরিবেশে ভোট দিয়ে খুব ভালো লাগছে। ভোটকেন্দ্রে থাকা শিক্ষকরা নিয়মকানুন সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ক্যাম্পাসের পরিবেশও ছিল সুশৃঙ্খল ও সুন্দর। আশা করি, পুরো প্রক্রিয়ায় কোনো বিশৃঙ্খলা হবে না।”

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোফাস্সের হোসেন মীম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব নেই। শান্তিপূর্ণ পরিবেশে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। নির্বাচিত ব্যক্তি যদি শিক্ষার্থী–বান্ধব হন, তাহলে আরও আনন্দিত হব।”

নিরাপত্তা ও প্রশাসনিক তদারকির জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করছে।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, “দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গকসু নির্বাচন ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলকভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর।”

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সর্বশেষ ২০১৮ সালের ভোটে গঠিত হয় তৃতীয় কার্যনির্বাহী সংসদ, যা ২০২০ সালে বিলুপ্ত হয়। এবার অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ সংসদের নির্বাচন।

 

শেয়ার করুন