
সংবাদদাতা পটিয়া (চট্টগ্রাম): ‘তথ্যই শক্তি: জানবো, জানাবো দুর্নীতি রুখবো’—এই স্লোগানকে সামনে রেখে ২৪ সেপ্টেম্বর ২০২৫ সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সনাক পটিয়ার সহ-সভাপতি শীলা দাশের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ এবং প্রধান বক্তা ছিলেন সনাক পটিয়ার সাবেক সভাপতি এস.এম.এ.কে. জাহাঙ্গীর। বক্তব্য রাখেন সাবেক ইয়েস দলনেতা সাবরিনা আফরোজ। সহযোগিতায় ছিলেন ইয়েস সদস্য অনির্বান পালিত, প্রিয়াংকা চৌধুরী ও ছান্দ্রা চক্রবর্তী এবং সঞ্চালনায় ছিলেন ইয়েস সদস্য মো. রাগীব সারোয়ার।
টিআইবি পটিয়ার এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম জাহাঙ্গীর আলম তথ্য অধিকার আইন, এর প্রয়োজনীয়তা ও আবেদন ফরম পূরণের প্রক্রিয়া উপস্থাপন করেন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এ আইনকে সঠিক সেবাপ্রাপ্তি ও দুর্নীতি প্রতিরোধের হাতিয়ার হিসেবে গ্রহণের অঙ্গীকার করেন।
প্রধান বক্তা এস.এম.এ.কে. জাহাঙ্গীর বলেন, “৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তথ্য অধিকার আইনের বাস্তবায়নে তাদের এগিয়ে আসতে হবে।”
উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ বলেন, “আজকের এই কর্মসূচি আমাদেরও অনেক নতুন বিষয়ে সচেতন করেছে।”
অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, “তথ্য অধিকার আইন এদেশকে গোপনীয়তার সংস্কৃতি থেকে বের করে এনেছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিটি পাড়া-মহল্লায় এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।”