১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাহাদুর শাহ পার্ক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকা ও বাহাদুর শাহ পার্কের চারপাশে থাকা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অবৈধ স্থাপনাগুলো ভেঙে সেগুলো সিটি করপোরেশনের গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বাহাদুর শাহ পার্ক, শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার এবং বাংলাবাজার এলাকায় এ উচ্ছেদ চালানো হয়।

এসব অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে ১১ সেপ্টেম্বর প্রতিবাদ সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে পুলিশ প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিক একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে সাড়া দিয়ে দক্ষিণ সিটি করপোরেশন মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালায়।

অভিযান চলাকালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক, সহকারী প্রক্টর এবং অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন