
যবিপ্রবি প্রতিনিধি : মাহফুজুল ইসলাম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মরিয়ম জামিলা।
রবিবার,২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোষাধ্যক্ষ ও পূর্ববর্তী ডিন অধ্যাপক ড. হোসাইন আল মামুন দায়িত্ব পালন শেষে পরবর্তী জ্যৈষ্ঠ সদস্য হিসেবে ড. মরিয়ম জামিলাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
এ বিষয়ে ড. মরিয়ম জামিলা বলেন, “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ মর্যাদা আমাকে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। শিক্ষার উৎকর্ষতা নিশ্চিত করা, আধুনিক ও সৃজনশীল গবেষণার পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশ আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।”
এছাড়া তিনি তীব্র আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের সক্রিয় সহযোগিতায় আমরা একসঙ্গে কাজ করে অনুষদকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং সকলের দোয়া প্রার্থনা করছি, যাতে অনুষদ এবং অনুষদভুক্ত ইংরেজি বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য, ড. মরিয়ম জামিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ৩১ জানুয়ারি ২০২২ তারিখে যবিপ্রবির ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন।