১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নানিয়ারচর জোনের বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শেয়ার করুন

রাঙামাটি প্রতিনিধি : মেহেদী হাসান

নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ,২৩ সেপ্টেম্বর সকালে নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও অগ্রগতির জন্য ১টি বিগ ড্রাম, ১টি বিট ড্রাম এবং ১টি ফুটবল বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মশিউর রহমান ।

এসময় জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও এলাকার মানুষ ও শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত।

ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নানিয়ারচর জোন।

শেয়ার করুন