১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তাল সাগরে শতাধিক ট্রলার, কূলে আতঙ্ক

শেয়ার করুন

গভীর বঙ্গোপসাগর উত্তাল থাকায় এখনো পাথরঘাটা উপকূলের শতাধিক মাছ ধরা ট্রলার তীরে আসতে পারেনি। ফলে সাগরে আটকে থাকা জেলেদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে।

গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেরা মাছ শিকার করতে পারছেন না। অনেক ট্রলার সুন্দরবনসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। এছাড়া ভোলা ও পিরোজপুরের ২টি ট্রলার ভারতে ধরে নিয়ে যাওয়ায় জেলেদের পরিবার আতঙ্কে আছে। বেশির ভাগ ট্রলার ফিরে এসেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা জেলেদের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বেশির ভাগ ট্রলার ঘাটে ফিরলেও কিছু সংখ্যক ট্রলার এখনো সাগরে রয়েছে। তাদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজন এবং ট্রলার মালিকরা। এছাড়াও একটি নতুন আতঙ্ক তৈরি হয়েছে- ইতোমধ্যে ভোলা ও পিরোজপুরের ২টি ট্রলারসহ ৩১ জন জেলেকে ভারতীয় বাহিনী ধরে নিয়ে গেছে।

 

শেয়ার করুন