
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাত্র ২০০ টাকার জন্য জীবন দিতে হলো এক দিনমজুরকে। এ ঘটনায় নিহতের ছেলে মো. তৌসিফ বাদী হয়ে প্রতিবেশী পাঁচজনকে আসামি করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেছেন।
উপজেলার সরফভাটা ইউনিয়নে ২০০ টাকার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে রহমত উল্লাহ নামের এক দিনমজুরকে খুন করা হয়েছে।
সোমবার রাতেই বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফ আলীকে কোদালা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যায় নিহত রহমত উল্লাহর ছেলে মো. হাসানের সঙ্গে প্রতিবেশী জাকির আহাম্মদের ছেলে ইব্রাহিমের ইট ভাঙার ২০০ টাকার পারিশ্রমিক নিয়ে বিরোধ বাধে। এর জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আশরাফ আলী ছুরি দিয়ে রহমত উল্লাহকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।