১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ দেবে মেরিটাইম ইউনিভার্সিটি

শেয়ার করুন

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য সাঁতার শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কোর্স আগামী ১৯ অক্টোবর থেকে রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হবে এবং এক মাস ধরে চলবে।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তাহে দুই দিন—রবিবার ও সোমবার—প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। নারী অংশগ্রহণকারীদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা থেকে ৪টা, আর পুরুষদের জন্য বিকেল ৪টা থেকে ৫টা।

এই কোর্সে মোট ৩০ জন অংশ নেবেন। এর মধ্যে ২৫ জন থাকবেন স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী এবং বাকি ৫ জন শিক্ষক-কর্মকর্তা। প্রতিটি বিভাগ থেকে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে শিক্ষার্থী নির্বাচিত হবেন।

আইকিউএসি জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের সাঁতার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত স্কিল উন্নয়নের লক্ষ্যেই এ প্রশিক্ষণ চালু করা হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত ড্রাইভিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চাইনিজ ভাষা শেখার কোর্সও চলমান রয়েছে।

শেয়ার করুন