
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার কর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, গতকাল ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমাদের টিম রেডি রাখা হয়। রোগী আসার সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসা শুরু হয়ে যায়।
অধ্যাপক নাসির উদ্দিন বলেন, তিনজন রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাদের এইচডিইউতে রাখা হয় এবং একজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে। এইচডিইউতে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের আমরা প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা দিচ্ছি এবং পর্যায়ক্রমে তাদের যে ধরনের অপারেশন লাগবে, সেই ব্যবস্থা আমরা করছি।